প্রযুক্তির বর্তমান যুগে কম্পিউটার একটি খুবেই গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে ।পড়াশোনা হোক বা ব্যবসা,কিংবা ফ্রীলান্সিং সবখানেই কম্পিউটার দরকার। কম্পিউটার সম্পর্কে সঠিক ধারনা না থাকার কারনে কোন কম্পিউটার কি কাজের জন্য ভালো হবে অনেকে তা বুঝে উঠতে পারে না । কম্পিউটারের মধ্যে অনেক কিছুই থাকে এর মধ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রসেসর।
প্রসেসর কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যা কম্পিউটারের প্রয়োজনীয় সমস্ত কাজ করতে সাহায্য করে Input থেকে outpput দেওয়া । ধরে নিতে পারেন একটা মানুষের যেমন ব্রাইন কাজ করে ঠিক তেমনি কম্পিউটারের প্রসেসর, যে কারণে এটি কম্পিউটারের "মস্তিষ্ক" নামেও পরিচিত। কম্পিউটার যেকোনো সফটওয়্যার খুলতে হিসাব-নিকাশ করতে এই প্রসেসর সাহায্যে ঘটে। প্রসেসর এর প্রধান কাজ হল কম্পিউটারে যাই হোক না কেন কমান্ড প্রসেস করা এবং আউটপুট দেওয়া।
এখনকার সময়ে শুধু কম্পিউটারেই প্রসেসর থাকে না, ল্যাপটপ, মোবাইল, স্মার্ট টিভিতেও প্রসেসর লাগানো থাকে, যা আমাদের কাছ থেকে ইনপুট নেয় এবং প্রসেসিং করে আমাদেরকে আউটপুট দেয়।
Intel হল বিশ্বের প্রথম সব থেকে বড় সেমিকন্ডাক্টর চিপ এবং মাইক্রোপ্রসেসরের কোম্পানি যারা প্রসেসর তৈরি করেন। Intel কোম্পানি 1971 সালে একক চিপ মাইক্রো প্রসেসর ডিজাইন করে।। ইন্টেলের প্রসেসর বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত প্রসেসর।এবং এই Intel সময়ের সাথে সাথে প্রসেসরেকে উন্নত করতে থাকে । যার ফলে প্রসেসরের আকার ছোট হতে থাকে এবং প্রসেসরের শুক্তি বারতে থাকে। Intel শুধু প্রসেসরেই তৈরি করে না তার সঙ্ঘে তারা মাদারবোর্ড চিপসেট, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার, ইন্ট্রিগ্রেটেড সার্কিট, ফ্ল্যাস মেমোরি, গ্রাফিক্স কার্ড আর অনেক কিছুই তৈরি করে যেটা বেশিরভাগ কম্পিউটার প্রয়োজনীয় জিনিস।
AMD প্রসেসরে কি?( Advanced Micro Devices) :
খুব কোম সময়ে এই প্রসেসরের প্রযুক্তিতে জনপ্রিয়তা লাভ করেন AMD প্রসেসর এবং প্রতিদ্বন্দ্বী Intel এর প্রসেসর বাজারের বড় অংশ ক্যাপক্যাপচার করে নেয় AMD । AMD প্রসেসরের জনপ্রিয়তা পাওয়ার কারন হচ্ছে কম দামে বাজেটের জিনিস পাওয়া এবং যখন থেকে গেমাইং ইডাস্টি গেমার বেরেছে কারন বাজেট গেমেইং এর জন্য AMD প্রসেসরের তুলানা হয়না। এর পরেও intel তুলনা মুলক ভাল পারফরমান্স দিত কিন্তু যখন থেকে AMD এর Ryzen আসে তখন intel-কে পিছনে ফেলে দেয় তার এর পরে Intel - 11, 12 জেনের প্রসসার মার্কেটে নিয়ে আসে যেটা আগের থেকে ফাস্ট ।
INTELএবং AMD এর মধ্যে পার্থক্য কি?
Price-to-Performance Ratio: আমরা যদি দুইটি প্রসেসরের মধ্যে দামের কথা বলি তাহলে INTEL প্রসেসরগুলি বেশি কনফিগারের ক্ষেত্রে AMD প্রসেসরের চেয়ে দামী। কারন হছে INTEL তাদের মার্কেটিং এর পেছনে প্রচুর খরছা করে। একই দামে দুটি প্রসেসর INTEL এর চেয়ে AMD বেশি ভাল পারফরমান্স দেবে। AMD প্রসেসরগুলি বেশি কনফিগারের ক্ষেত্রে INTEL প্রসেসরের চেয়ে কম দাম । AMD প্রসেসরগুলি বর্তমান Core সিরিজের তুলনায় অনেক বেশি উন্নত। মিড লেভেল ল্যাপটপের ক্ষেত্রে INTEL ভালো আর একটু ভাল দেখলে AMD এর নিউ Ryzen বেস্ট হবে ।
1: AMD Ryzen 9 - 49k-52k INR ,Intel Core-i9- 54k-62k INR
Cores and Threads: AMD প্রসেসরে সাধারণত INTEL প্রসেসরের চেয়ে বেশি কোর এবং থ্রেড থাকে, যা এগুলিকে মাল্টি-টাস্কিং এবং চাহিদাপূর্ণ অ্যাপ্লিকেশনের জন্য আরও ভাল করে তোলে।
Clock speeds: ইন্টেল প্রসেসরের সাধারণত AMD প্রসেসরের চেয়ে বেশি Clock speeds থাকে, যা তাদের একক-কোর পারফরম্যান্স এবং গেমিংয়ের জন্য আরও করে তুলতে পারে। INTEL- এর Clock Speed 5.0 GHz পর্যন্ত যেতে পারে, AMD -ও Clock Speed 5.0 GHz যেতে পারে সে ক্ষেত্রে বেশি গরম হয়ে যায়।
Power Consumption: INTEL-এর প্রসেসরগুলি সাধারণত AMD প্রসেসরের চেয়ে কম Power Consume করে, যার ফলে ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইসে ব্যাটারি ব্যাকআপ ভাল হয়। অন্য দিকে AMD বেশি Power Consume করে । তাই আপনি ল্যাপটপ নেওয়ার কথা চিন্তা করলে Intel আপনাকে ভাল ব্যাটারি ব্যাকআপ দিবে। মার্কেটে তাই Intel-এর ল্যাপটপ বেশি দেখা যায় । তবে এখন Ryzen -এর নুতুন ল্যাপটপগুলাও খুব ভাল ।
Integrated Graphicsঃ AMD প্রসেসরগুলিতে সাধারণত Intel প্রসেসরের চেয়ে ভাল ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে, যা গেমিং এবং অন্যান্য গ্রাফিক্স যুক্ত কাজগুলির জন্য ভাল ।
Over clock :- INTEL -এর প্রসেসরকে Over Clock করা খুবই কঠিন। Over Clock সহজে ঘটবে না। Over Clock সম্পর্কে ভালো জ্ঞান থাকা প্রয়োজন।
Heating: INTEL -এর প্রসেসরকে যখন 14NM এর চেয়ে বেশি over clocking করা হয় তখন এটি গরম হয় । AMD এর ছোট lithography জন্য Intel-এর চেয়ে ঠাণ্ডা থাকে কিন্তু 14NM এর চেয়ে বেশি over clocking করা হয় এটিও গরম হয় ।
IGPU: INTEL -এর প্রায় সব Core -i সিরিজে IGPU থাকে ( Core i F সিরিজে বাদ দিয়ে) । AMD এর APU সিরিজের IGPU থাকে ।এখানে GPU পারফরমান্স Intel-এর IGPU এর তুলনায় ভাল পারফরমান্স দেয়।
Multiprocessing capabilities: Intel -এর সিমেট্রিক মাল্টিপ্রসেসিং ক্ষমতা রয়েছে যা 4 সকেট/ 28 কোর পর্যন্ত যেতে পারে। AMD সিমেট্রিক মাল্টিপ্রসেসিং ক্ষমতার অধিকারী যা 8 সকেট/ 128 কোর পর্যন্ত যেতে পারে।

0 Comments